গাঁয়ের মাটি সবুজ খাঁটি

গাঁয়ের মাটি সবুজ খাঁটি

লক্ষ্মণ ভাণ্ডারী

 

গাঁয়ের মাটি

সবুজ খাঁটি,

মাটিতে ফলে সোনার ফসল।

 

গাঁয়ের চাষী

নিত্য আসি,

মাঠে মাঠে চালায় লাঙল।

 

গ্রাম সীমানায়

সবুজ ডাঙায়,

গরু বাছুর বেড়ায় চরে,

 

গাঁয়ের রাখাল

নিয়ে গরুপাল

বাজায় বাঁশি মধুর সুরে।

 

পুকুর পাড়ে

গাছের আড়ে

বীর হনুমান আছে বসে।

 

তেঁতুল গাছে

পাখিরা নাচে

গাছের পাতা পড়ে খসে।

 

আমের শাখে

কোকিল ডাকে

পুলকেতে হৃদয় নাচে,

 

অজয় ঘাটে

নদীর তটে

নৌকোখানি বাঁধা আছে।

 

মাটির ঘরে

জোছনা ঝরে

নীল আকাশে চাঁদ ওঠে।

 

রাতের শেষে

সকাল আসে

কুসুম কাননে ফুল ফোটে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes