সব ফেলে চলে এসো /// শফিক তপন
——–
তুমি যবে
জেগে উঠ মোর প্রাণে,
আমি তবে
মিশে যাই তব জানে ।
যদি হও
মুখ মুখী শুভ ক্ষণে,
কোলে নেব
এক প্রাণে এক মনে ।
আমি চাই
তুমি সদা থাক ভালো,
দিবা নিশী
মোর মনে দীপ জ্বালো ।
তুমি যদি
মোর ডাকে দাও সারা,
আমি হই
তব প্রেমে দিশা হারা ।
তুমি মোরে
মনে প্রাণে ভাল বেসো,
সব ভুলে
সব ফেলে চলে এসো ।
——-
১৩ই মার্চ ২০১৭