মা’য়ের জন্য মন কাঁদে

মা’য়ের জন্য মন কাঁদে /// শফিক তপন

————————

তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে

ঘুম নেই আঁখি পাতে ভাবি সারা নিশি ধরে  

তোমার আশীষ নিয়েই মাগো থাকি ভালো,

তোমার জন্য জেগে আছে এপ্রাণের আলো 

 

মাগো আমি কতদিন দেখিনা তোমার মুখ

তোমার কথা মনে হতেই ধকধক করে বুক 

তোমার বাড়ী আমার বাড়ী থেকে বহু দূরে,

তোমার জন্য যে  মনটা সব সময়ই পুড়ে 

 

তোমার স্নেহ আদরে  বুকটা থাকত ভরে,

আজ সবকথা মনে হলে মনটা কেমন করে 

মাগো তোমার হাজার স্মৃতি  বুকের মাঝে,

আমার সাথে কথা কয় সকাল দুঁপুর সাঁঝে 

  

তোমার হাতের রান্না খেতে কত তার স্বাদ,

পোলাও খাচুরি করলা ভাজি  ভর্তা ভাত 

তুমি তো রয়েছ সর্বদা আমার আঁখি পাতে 

যেখানেই যাই তুমি যে আছ আমারই সাথে 

 

তোমার সে মুখ খানি ভাসে চোখের তাঁরায়,

তখনই  মনটা শুধু তোমার কাছে হারায় 

মনে পড়ে মাগো তোমায় খুব খুব মনে পড়ে,

তোমার জন্য ব্যথায় আমার  বুকটা ভরে 

 

আমার বুকটা তোমার জন্য করে হাহাকার,

চোখ দুটো নীরবে জলে ভরে উঠে বারবার 

মাগো তুমি জান মনটা কাঁদে তোমার জন্য,

তোমার জন্য কেঁদেকেঁদেই আমি আজ ধন্য 

 

রক্তের প্রতিটা কণিকা তোমায় খুঁজে ফিরে,

তোমার মায়া সারাক্ষণ আমায় রাখে ঘিরে 

কভু ভুলতে পারিনা তোমার মায়ার বাঁধন,

তুমিকি শুনতে পাও ব্যকূল মনের কাঁদন

———————-

১৩ই মার্চ ২০১৭ইং

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes