তুমি হয়তবা আমাকে ভুলেই যাবে।
হাজারও নতুন চোখের ভিড়ে
এক জোড়া নতুন চোখ কে ই বা মনে রাখে।
এ যেন ঠিক তোমা ফুলদানীতে রাখা ফুলের মত-
ক’দিন পরেই যার জায়গা হয় ডাস্টবিনে।
তুমি সত্যিই আমাকে ভুলে যাবে
নতুন ক্যাম্পাসের একদল সুদর্শনের ভিড়ে,
যত্নে-অযত্নে নীরবে-সরবে ধীরে ধীরে।
এরই ধারাবাহিকতায় ছানি পড়বে
আমাদের স্মৃতির রঙিন চোখ জোড়ায়।
তবুও জল বয়ে নিযে যাবে মধুমতি,
সব কিছুই ঘোলাটে হবে।
পুরনো স্পর্শ তুমি ভুলে যাবে
নতুন কারো স্পর্শের অনুভবে
পুরনো সে দিন ক’জনই বা মনে রাখে।
tnx