মাঝে মধ্যে আজও সেই ক্যাসিনোতে যাই
চেয়ারটা এখোনও যেনো পড়ে আছে উদাস
এই চেয়ারে বসেই প্রিয় ফকই জুয়া খেলতো
কখনো বাচ্চাদের দুধের টাকায় আর কখনো
কষ্টার্জিত অর্থে। এখন সে ঘরবৈঠকি।
মাঝে মাঝে দেখা করি। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়। হুইলচেয়ারটা পাশে এনে কিছু বলতে চায়,বলা হয়না। চোখের কোনে জমে ফোটা ফোটা ব্যাকুল অশ্রু। আমি সেই অশ্রুর অর্থ খোঁজতে থাকি। আর রেইছের ঘোড়া-কুত্তা চলে যায় অনেক দুর। রলেটি স্পিনিং আর টেবিলে পড়ে থাকে
নানারঙ চিপ। আমি হারতে থাকি। হারতে হারতে একদিন ঘরবৈঠকি হই। আর এভাবে একদিন বাতিল হয়ে যায় এই সুপার ক্যাসিনোর সদস্যপদ।