২১ শে ফেব্রুয়ারী /// শফিক তপন
===================
আমার ভাষা আমার মুখে,
বলবো আমি তা সুখে দুখে ।
আমি মাতৃভাষার কান্ডারী
সুস্বাগতম ২১শে ফেব্রুয়ারী ।
২১ আমাদের বাক স্বাধীনতা মুখের মধুর ভাষা,
স্বাধীন ভাবে কথা বলবার এক অনবদ্য আশা ।
যাঁদের জন্য নিজ ভাষায় কথা বলি প্রাণটা ভরে,
ছালাম তাঁদের যাঁরা দিয়েছে প্রাণ এভাষার তরে ।
আমাদের ভাষা বাংলাভাষা,
বলে ধনী গরীব কিংবা চাষা ।
আমারই ভাষা আমারই গর্ব,
কাউকে করতে দেবনা তা খর্ব ।
২১ আমার বাংলাভাষার মমতা বিজড়িত স্মৃতি,
আমারই ভায়ের রক্তে রাঙানো সুমধুর সম্প্রীতি ।
পৃথিবীর দেশেদেশে নিজ ভাষার কত অহংকার,
ভাষা দিবসে তাই শহীদ মিনারে ফুলের সমাহার ।
নিজ নিজ ভাষায় কথা বলি,
শহীদ মিনারে দেই পূষ্পান্জলি ।
নেই ক্ষয় নেই যার কোন শেষ
মোর বাংলাভাষার বাংলাদেশ ।
==================
২০শে ফেব্রুয়ারী