গাঁয়ের মাটিতে আছে ভালবাসা

গাঁয়ের মাটিতে আছে ভালবাসা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

এ গাঁয়ের মাটিতে আছে ভালবাসা

আছে যে মাটি মায়ের স্নেহের টান।

গাঁয়ের রাঙা পথে একতারা হাতে

হরিদাস বাউল গাহে বাউলের গান।

 

এই গাঁয়ের মাটিতে আছে ভালবাসা

মোদের চিত্তে জাগায় নব নব আশা,

এই মাটির বুকে রোজ লাঙল চালায়

সোনার ফসল ফলায় এ গাঁয়ের চাষা।

 

সবুজের সমারোহ দেখি এই মাটিতে

গাঁয়ের দিঘিতে ফোটে সোনার কমল,

রোজ প্রভাত হলে সবুজ গাছে গাছে

অবিরত করে কলতান বিহগের দল।

 

এ গাঁয়ে রোজ সকাল হলে সূর্য ওঠে

দিবসের অবসানে সে যে মুখ লুকায়,

সাঁঝের আকাশে চাঁদ ও তারারা হাসে

সারাগাঁয়ে বেজে ওঠে সাঁঝের সানাই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes