গাঁয়ের মাটিতে আজ

গাঁয়ের মাটিতে আজ

লক্ষ্মণ ভাণ্ডারী

 

গাঁয়ের মাটিতে আজ সবুজের সমারোহ,

মমতামাখানো গাঁয়ে আছে মায়া আর মোহ।

আছে গাঁয়ে তালগাছ, খেজর আর সুপারি,

নীল আকাশের গায়ে ওড়ে বক সারি সারি।

 

গাঁয়ের মাটিতে আজ, ফলে সোনার ফসল,

গাছে গাছে গাহে পাখি দিঘিতে ফোটে কমল।

আছে গাঁয়ে ছোট ঘর মাটিলেপা আঙিনায়,

দাওয়ায় বসে শিশুটি গুড় আর মুড়ি খায়।

 

গাঁয়ে রাঙা মাটি পথে, সারাদিন লোক চলে,

ফকির ডাঙার মাঠে, রোজ সূর্য পড়ে ঢলে।

পাখিরা বাসায় ফেরে নামে সাঁঝের আঁধার।

সাঁঝের সানাই বাজে গোটা গ্রামময় চারিধার।

 

আকাশে তারারা ফোটে জোছনার রাশি ঝরে,

চাঁদের আলোক ঝরে, এ গাঁয়ের মাটির পরে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes