আশিক ফয়সাল
আমি হারিয়েছি পথ একলা হাটার
বা হাতটা ধরে তোমার
আমি হারিয়েছি সব বন্ধু গুলো
যারা সঙ্গে ছিলো আমার ।
আমি হারিয়েছি দিন বৃষ্টি ভেজা
বা মেঘলা দিনের বাসর
আমি হারিয়েছি সব মিষ্টি দিনে
শরষে মুড়ির আসর ।
আমি হারিয়েছি সুখ হাসির সময়
বা অসময়ে ঘুম
আমি হারিয়েছি সব কল্প প্রেমে
অপ্সরীদের চুম ।
আমি হারিয়েছি রাত তারার আকাশ
বা জ্যোৎস্না ভরা চাঁদ
আমি হারিয়েছি আজ অন্ধকারে
হাতটা রাখার কাঁধ ।
আমি হারিয়েছি মন স্বপ্ন দেখার
বা একলা মনে ভাবার
আমি হারিয়েছি সব নিজেকে বানিয়ে
ব্যস্ততার খাবার ।