কবিতার পাতায় কবিতা সকল

কবিতার পাতায় কবিতা সকল

লক্ষ্মণ ভাণ্ডারী

 

কবিতার পাতায় কবিতা সকল ফুলকলি হয়ে ফোটে,

গাঁয়ের রাখাল চরায় ধেনু গ্রাম-বাংলার গোঠে গোঠে।

আমার কবিতা কবিতার পাতায় গাঁয়েরই কথা বলে,

মাটির পথে উড়িয়ে ধূলো , রোজ গোরুর গাড়ি চলে।

 

কবিতার পাতায় কবিতা সকল সবুজ ঘাসের ডাঙায়,

রোজ প্রভাতে শিশির ঝরায় যেথা গঙ্গাফড়িং লাফায়।

আমার যত কবিতা সকল, ফোটে কবিতার পাতায়,

বিহগের দল করে কলতান বসি সবুজ তরুর শাখায়।

 

কবিতার পাতায় কবিতা সকল, হাসে আর গাহে গান,

গ্রামসীমানায় পথের বাঁকে শোনা যায় অজয়ের কলতান।

আমার কবিতা কবিতার পাতায়, প্রভাতে ফোটা কমল,

মধু আহরণে আসে দলে দলে, কমল বনে অলির দল।

 

কবিতার পাতায় কবিতা সকল, প্রতিদিন ওঠে ফোটে,

শতদল সম ফুটে ওঠে রোজই  জীবনের প্রেক্ষা-পটে।

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes