পথের ধারে পান্থশালা
লক্ষ্মণ ভাণ্ডারী
পথের ধারে পান্থশালা আসে যত পথিকের দল,
সবুজ গাছে পাখিরা ডাকে, করে কত কোলাহল।
পথের ধারে পান্থশালাতে শুধু ক্ষনিকের আশ্রয়,
আসে দলেদলে পথিক সকলে হেথা বিশ্রাম লয়।
পথের ধারে পান্থশালা আছে এক চায়ের দোকান,
দোকানের ধারে গাছের তলে কানাইদাস গায় গান।
পথের ধারে পান্থশালা দূরে বিশাল বটের ছায়ায়,
গাঁয়ের রাখাল নিয়ে গরুপাল বাঁশের বাঁশি বাজায়।
পথের ধারে পান্থশালায় কেহ আসে কেহবা যায়,
গ্রাম সীমানায় অজয়নদীতে রোজ মাঝি তরী বায়।
পথের ধারে পান্থশালায় কত পথিক লয় আশ্রয়,
হেরি দীর্ঘপথ তরুর ছায়ায় পান্থ হেথা ক্ষান্ত হয়।
পথের ধারে পান্থশালায় সারাটা দিন আসা-যাওয়া,
সাঁঝের বেলা জোনাকিরা জ্বলে, বহে উত্তরে হাওয়া।