সানাই বাজে আপন খেয়ালে
লক্ষ্মণ ভাণ্ডারী
পড়ন্ত বিকেলে ঘাটে রাঙা রোদ হাসে,
নৌকাখানি বেঁধে কূলে মাঝি ঘরে আসে।
অজয় নদীর ঘাটে সূর্য অস্ত যায়,
দিবস শেষে সূর্যের আলোক মিলায়।
পাখিরা বাসায় ফেরে গাঁয়ে সন্ধ্যা নামে,
পাখিদের কলরোল ধীরে ধীরে থামে।
মন্দিরেতে বাজে ঢাক, ধূপ দীপ জ্বলে,
সাঁঝের সানাই বাজে আপন খেয়ালে।
সুনীল আকাশে হাসে চাঁদ আর তারা,
কাঁকন তলার মাঠ জোছনায় ভরা।
তাল দিঘির ঘাটে পেঁচা ওঠে ডেকে,
মৌনরাতি নদীঘাটে কাঁদে মুখ ঢেকে।
ঘুমায় কিষাণ পাড়া, আমি জেগে থাকি,
রাত কেটে ভোর হয়, ডেকে ওঠে পাখি।