তোমার জন্য মায়া লাগে ।।। শফিক তপন
———————–
তুমি কখনও
ছেড়ে যাবে ভাবিনি কোনদিনই আগে,
তোমার জন্য
আমার আমার খুব খুবই মায়া লাগে ।
তোমার কথা
ভুলিনি আজও কাঁদি তোমার লাগি,
তোমায় ভেবে
মাঝেমাঝে আজও আমি রাত জাগি ।
ভাবিনি আমি
সত্যিসত্যি তুমি একদিন চলেই যাবে,
আমার মনটা
আজও তোমাকে নিয়ে অনেক ভাবে ।
ভাবতে গেলে
আমার করুন আখি দুটি জলে ভরে,
কেমন আছো
কেমন থাকো জানতে খুব ইচ্ছে করে ।
কি তুমি নিলে
আর কিবা রেখে গেলে আমার ভাগে,
তোমার জন্য
আজও আমার বড় বেশী মায়া লাগে ।
————
৩০শে জানুয়ারী ২০১৭ইং