অজয় নদীর ঘাটে
লক্ষ্মণ ভাণ্ডারী
আমগাছ তালগাছ আর বাঁশ ঝাড়,
গ্রাম সীমানায় দেখি অজয়ের পাড়।
নীল আকাশের গায়ে মেলে দিয়ে পাখা,
নদীচরে উড়ে আসে ধবল বলাকা।
নদীকূলে কাশবনে ঘুঘু পাখি ডাকে,
পাখি সব গীত গায় বসি বৃক্ষশাখে।
গায়ের বধূরা সব আসে জল নিতে,
রাখাল বাজায় বাঁশি চিত্ত ওঠে মেতে।
নদীঘাটে ঘটি মাজে বালিকা সকল,
গামছায় মাছ ধরে বালকের দল।
নদীতটে নৌকা বাঁধা, হেঁটে হয় পার,
ঘোলাজলে বুনো হাস কাঁটিছে সাঁতার।
অজয় নদীর ঘাটে সোনালী সন্ধ্যায়,
চাঁদ তারা খেলা করে আকাশের গায়।