আমি বসে কবিতা লিখি
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের পাশে অজয় নদীর সরু বালির চর,
গাঁয়ের শীতল তরুর ছায়ায় বেঁধেছি যে ঘর।
আসে ময়না চড়ুই পাখি আমার আঙিনায়,
আমি বসে কবিতা লিখি বাড়ির বারান্দায়।
গাঁয়ের পাশে অজয়নদী অবিরত বয়ে চলে,
ছোট মাছেরা করিছে খেলা নদীর স্বচ্ছজলে।
নদীর পারে গাছে গাছে পাখিরা গান গায়,
আমি বসে কবিতা লিখি বাড়ির বারান্দায়।
আমার গাঁয়ে পথের বাঁকে ফিঙেপাখি ওড়ে,
তাল খেজুর গাছ আছে গ্রাম সড়কের মোড়ে।
গাঁয়েরমাঝি সারাদিন নদীতে নৌকা চালায়,
আমি বসে কবিতা লিখি বাড়ির বারান্দায়।
গাঁয়ের পাশে অজয় নদী বয়ে চলে নিরন্তর,
গাঁয়ের শীতল তরুর ছায়ায় ছোট মাটির ঘর।