মা তুমি ভালো থেক ।।। শফিক তপন
————
আমার মা একজন
অনিন্দিত অপূর্ব সুন্দরী মহিয়সী অনন্যা নারী,
তাঁর পরশে আমরা
ধন্য হয়েছি আলোকিত হয়েছে আমাদের বাড়ী ।
তিনি চেষ্টা করছেন
সারাজীবন সংসারকে করেতে সুখী ও স্বপ্নপুরী,
তিনি সহজ ও সরল;
নম্র ভদ্র ধৈর্য্য এবং সহিষ্ণুতায় নেই কোন জুড়ী ।
মায়ের সোনা মুখটি
শুধু মনে পড়ে মনে পড়ে তাঁর মায়া ভরা আখি,
মায়ের স্নেহের পরশ
আদর সোহাগ আমি বুকে জড়ায়ে বেঁচে থাকি ।
মাগো মা দোয়া কর
তোমার দোয়ায় জীবন সুখ শান্তিতে যাবে ভরে,
মা তুমি ভালো থেক
সুস্থ্য সহি ও সালাহমতে থেক সারাজীবন ধরে ।
——–
রবিবার, ১৫ই জানুয়ারী ২০১৭ইং