আমার আকাশ

আমার আকাশ কিনবে, সাধ্য কার?

সেদিন বিনে পয়সায় ই আকাশ টা দান করে দিয়েছি,
স্বেচ্ছায় ই দান করে দিয়েছি।
একটুও কার্পণ্য করিনি!
এ দান আমাকে গৌরবান্বিত করেছে!
এ দান আমাকে ধন্য করেছে।
নিজস্ব আকাশ দানে লজ্জার কি আছে?
এটা তো মহৎ কাজ!
তবে লজ্জা পাই কেন?

কারণ ওই সমাজের কেউ আকাশ দান করতে জানেনা,
সস্তা দামে বিক্রি করতে জানে, আত্মসাৎ করতে জানে,
কিনতে জানে! নাকি..নাকি ওদের আকাশ ই নেই?
হয়তো ওদের নিজস্ব কোনো আকাশ ই নেই,
তাই আকাশ দানের অর্থই জানেনা!

সুন্দর অনুভুতি গুলোকে দাবিয়ে রাখতে চায়!
কুৎসিত কিছু বাক্য দিয়ে চেঁপে ধরে!
আত্মার সৌন্দর্য বিকাশে বিঘ্ন ঘটায়।
তাতে কি, আমি ওই কুৎসিত প্রথার,
দূষিত সমাজের মেরামত করেই ছাড়বো!
শেখাবো আকাশ দান, এই দানের আনন্দ কি?
বোঝাবো আকাশ পাওয়ার তৃপ্তি কি?

শেখাবো আত্মার সৌন্দর্যের চর্চা…!

0.00 avg. rating (0% score) - 0 votes