মা আমার অনেক প্রিয় ।।। শফিক তপন
———-
মাগো মা তুমি যে
আমার জীবনে এক সাধনার ধন,
এ জীবনে মরনে
তুমি যে আমার বড়ই আপনজন ।
আমার এ মনটা
আমার মাকে কত যে ভালোবাসে,
ঐ ত্রিভূবন ঘুরে
ফিরে আমার মায়ের কাছে আসে ।
আমার আমিরে
সদা নিবেদন করি মায়ের পদতলে,
মায়ের সুখে হাসি
দুখে কাঁদি ভাসে বুক আখি জলে ।
মা যেগো আমার
অনেক প্রিয় এ প্রাণের চেয়ে দামী,
মা আছেন বলেই
আমার আমিতে রয়েছি এ আমি ।
———–
শনিবার, ১৫ই জানুয়ারী ২০১৭ইং