তোমার প্রেমে ভাসিয়া ।।। শফিক তপন
————————
শয়নে স্বপনে
যাহারে ভাবি সে যে ঐ দূর আকাশের তারা,
তাহার লাগিয়া
নিশি জাগিয়া আমি থাকি বসিয়া তন্দ্রাহারা ।
স্বপনের ঘোরে
যাহার প্রেম হৃদয় বৃন্দাবনে করিয়াছি রোপন,
এই পৃথিবীতে
কেহ শোনে নাই বুঝে নাই রহিয়াছে গোপন ।
হৃদয় ভেদিয়া
যখন উঠিবে গজিয়া অঙ্কুরিত প্রেমের চারা,
তোমার স্বপনে
আসিয়া যাইব ভাসিয়া প্রেমে হইব দিশাহারা ।
যেখানে থাক
যতদূরে আমি আসিব তোমার ধারে ফিরিয়া,
আমি রহিব
তোমার শয়নে স্বপনে দেহ মন প্রাণে ঘিরিয়া ।
———————
শুক্রবার, ১৪ই জানুয়ারী ২০১৭ইং