প্রিয় সন্ধ্যার সাথে বহুদিন ধরে যোগাযোগ নেই।
ফিরে যাওয়া কালো পাখিদেরও খবর নেয়া হয়না!
কফির মগ হাতে লাল আকাশ দেখা এবং
নিজের চুলের গন্ধ নিজেই নেয়ার নেশাটাও চলে গেছে।
কোথাও হারিয়ে গেছি,
বা কোনো হারানো বিরল এক রত্নের অনুসন্ধানে গেছি।
যেই রত্ন গত কয়েক জনম আমারি ছিল।
বহুদূর দেশ থেকে বাতাসে ভেসে আসে কষ্টেরা,
আমার গায়ে জড়ায়।
আমি ওই বাতাস শ্বাস-প্রশ্বাসে ভরি।
ওদের মাঝে খুঁজি একটা প্রিয় গন্ধ, খুঁজেও পাই।
নিজের হৃদস্পন টের পাইনা।
দিনে মনে হয় হাজার বার দেহত্যাগ করি!
উন্মুক্ত করে দেই আত্মাকে!
চলে যাই বহুদূরে, সাক্ষাৎ করে আসি প্রেমের দেবতার সঙ্গে!
তখন এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়।
আমি হারাই গভীরে, আরো গভীরে…!
হারাতেই ভালোবাসি।।