গাঁয়ে আছে মাটির ভালবাসা

­­­­­গাঁয়ে আছে মাটির ভালবাসা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

গাঁয়ে আছে মাটির ভালবাসা

গাঁয়ের মানুষ আপন সবাই,

মাটিতে আছে স্নেহের পরশ

এই মাটিতে শান্তি খুঁজে পাই।

 

মাটিতে ফলে সোনার ফসল

গাঁয়ের মাঠ ভরা সোনা ধান,

গাঁ আমার, মাটি যে আমার

এই সোনার গাঁ আমার প্রাণ।

 

মাটিতে সবুজ দুর্বা কোমল

গজিয়ে ওঠে যে বারো মাস,

এই মাটিতে লাঙল চালায়

মাঠে চাষী ভাই করে চাষ।

 

গাঁয়ের ছায়া ও মাটির মায়া

কোথাও নাহি খুঁজে পাই,

এই গাঁয়েতে জন্ম আমার

আমি এ গাঁয়ে মরতে চাই।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes