জানিনা কি খুঁজি

জানিনা কি খুঁজি ।।। শফিক তপন
——–
মনের কথা মনেই থাকে
মুখে যা বলি তাযে মনের কথা নয়,
মনের মাঝে বসত করি
এ মনই মোর সনে মনের কথা কয় ।

আমি হাসলে চোখে পানি
আর কানলে মুখে দেখা যায় হাসি,
সুখ পেলে আমি ভাবি দুখ
দূরে ঠেলে দিলে কাছে ফিরে আসি ।

আমি আপনকে ভাবি পর
পরকে মনে হয় মোর কতযে আপন,
দিনেদিনে অচেনা মনে হয়
যার সাথে দিবানিশী করছি যাপন ।

কোন কিছু ভুলতে চাইলে
সে সবকিছু মনে পড়ে কেন বুঝিনা,
যা দেখতে চাই তা দেখিনা
জানিনা কি খুঁজি আর কি খুঁজিনা ।
৫ই জানুয়ারী ২০১৭ইং

0.00 avg. rating (0% score) - 0 votes