ক্ষুদ্র গল্প

ক্ষুদ্র গল্প ।।। শফিক তপন

———————————

ছন্দ দেখে মুগ্ধ আমি
সুখ ও আনন্দ ছন্দের মাঝে খুঁজি,
ছন্দে ছন্দে ভাললাগা
ছন্দময় কবিতা আমি সুন্দর বুঝি ।

ছন্দ ছাড়া যে কবিতা
সাদা মাটা প্রেমহীন জীবনের মত,
ছন্দ ছাড়া সে কবিতা
ক্ষুদ্র গল্পের মত যেন গদ্য সব যত ।

কবিরা সাধনা করেই
অনেক সময় নিয়ে ছন্দ রচেন যত্নে,
সেই কবিতার প্রতিটি
পংতিমালাই অলংকৃত থাকে রত্নে ।

কাগজের ফুলের মত
যেকবিতায় রয়েছে ছন্দের হাহাকার,
প্রস্ফুটিত ফুলের মত
সেকবিতায় নেই যে সুগন্ধের বাহার ।

মাতোয়ারা হবে ছন্দে
পাঠকগণ কবিতার বিকশিত গন্ধে,
ছন্দময় কবিতারা রয়
পাঠকের প্রাণে যত্নে পরম আনন্দে ।

ছন্দ ছাড়া যে কবিতা
সেগুলি ক্ষুদ্র গল্প বলি কবিতা নয়,
ক্ষুদ্র গল্প দেখতে শুধু
কবিতার মত হলেই কি কবিতা হয় ?
—– ৪-১-২০১৭

0.00 avg. rating (0% score) - 0 votes