মা মাটি আর মানুষ -আমার কবিতা
লক্ষ্মণ ভাণ্ডারী
মা, মাটি আর মানুষ আমার কবিতা,
মাটি আমার মা আর মানুষ দেবতা।
মা মাটি ও মানুষের আমি গাই গান,
মা আমার মাটি আমার স্বর্গের সমান।
মা, মাটি আর মানুষ, আমার আপন,
মাটি আমি ভালবাসি, মায়ের মতন।
গাঁয়ে ছায়া আছে, আছে মাটির সুঘ্রাণ,
মাটি ভালবাসো হবে, জাতির কল্যাণ।
মায়ের ভালবাসার নাই যে তুলনা,
মা মাটি আর মানুষ, জীবন সাধনা।
মানুষের গান গায়, লেখনী আমার,
মা, মানুষ ভালবাসো, মাটি সবাকার।
জননী ও জন্মভূমি বড় স্বর্গ হতে,
মানুষেরে ভালবাসো সবে ভালমতে।