আমার পাগল পাগল মনটা
সারাক্ষনই নীরবে নিভৃত যারে শুধু ভালবাসে,
সেতো আসে নাই ডাকে নাই
থাকে নাই নির্জনে একান্তে আমার পাশে পাশে ।
বুকে বহে সাত সাগরের ঢেউ
তবুতো শুধুই জেগে উঠে চর ধুধু এই শূন্য বুকে,
জোয়াড় আসে ভাসে দুকূল
তবু তৃষ্ণার্ত হৃদয় মোর শুষ্ক মরুতে পোড়ে দুখে ।
সোনার শিকল সোনার পায়ে
সাধের ময়না গেছে উড়ে সোনারই পিন্জর খুলে,
এহৃদয়তো পারেনা যেতে ভুলে
শূণ্য পিন্জর সাজিয়ে রাখে এবুকের মাঝে তুলে ।
রাতের আঁধারে চাঁদ উঠেছে
স্মৃতির স্বপনেরা জোছনার আলোয় মগ্ন হয়েছে,
কষ্টের নগ্নতায় আমিও মগ্ন
বিরহ বেদনা আষ্টে পিষ্ঠে জড়িয়ে লেপ্টে রয়েছে ।
চাঁদ ডুবে গেছে ঐ আধাঁরে
স্বপ্ন ভরা আঁখি দুটি নীরবে নিভৃতে থাকে বুজে,
ভালবাসার সকল সূর ধ্বনি
মিশে গেছে রাতের তারায় তারায় পাইনা খুঁজে ।
————–
শফিক তপন
রবিবার, ৮ই ডিসেম্বর ২০১৬ ইং