গুনের বিচার

নয়ন বলে ধন্য আমি
ধন্য শুধু তোমারই তরে,
আমার মর্ম বুঝিবে তখনই
যখন থাকবো না আর তোমার ঘরে।
———–

0.00 avg. rating (0% score) - 0 votes