এবারের সংগ্রাম ।।।। শফিক তপন
————————
এবারের সংগ্রাম
মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতীর সংগ্রাম,
বিশ্বের মানচিত্রে
সে সংগ্রামে অংকিত হয়েছিল এ বাংলাদেশের নাম ।
সেবারের সংগ্রামে
যার যাকিছু আছে তা নিয়ে মানুষ ঝাপিয়ে পড়েছিল,
এ বাংলার মানুষ
নিজের জীবন তুচ্ছ মনে করে শত্রুর সাথে লড়েছিল ।
এ বাংলার নারীরা
নিজের সতীত্ব বিসর্জনে সয়েছে কত মহা কষ্টের দুখ,
দশমাসের সংগ্রামে
ত্রিশ লক্ষ্য প্রাণদানে আসে পবিত্র বিজয়ের মহা সুখ ।
এ বাংলার ইতিহাস
আমাদের মুক্তি যুদ্ধের ইতিহাস স্বাধীনতার ইতিহাস ।
এ বাংলার মানুষ
নি:শ্চয় পূরাবে শহীদ ও বীরাঙ্গণার মনের অভিলাষ ।
দেশপ্রেমিক সবে
মিলে মিশে ইনশাল্লাহ সুখে দুখে এক সাথে হয়ে যুক্ত,
এবারের সংগ্রামে
স্বপ্নের এই সোনারবাংলাকে সবাই করবে সন্ত্রাস মুক্ত ।
দুর্নীতির বিরুদ্ধে
সত্য ও ন্যায়ের অস্রে আবারও গর্জে উঠবে এ ইহধাম,
এবারের সংগ্রাম
আমাদের সুষ্ঠ সমাজে নিরাপদে বেঁচে থাকার সংগ্রাম ।
——
১৫ই ডিসেম্বর ২০১৬ইং