শ্মশানে জ্বলিছে চিতা

­­­­­শ্মশানে জ্বলিছে চিতা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

শ্মশানে জ্বলিছে চিতা সারি সারি দূরে

মৃত মানুষের দেহ, জ্বলে পুড়ে মরে।

তৃতীয়ার চাঁদ হাসে রাতের আকাশে,

পোড়া লাশের দূর্গন্ধ ছড়ায় বাতাসে।

 

ডাকিছে শৃগাল মাঠে ধরা ছায়াময়,

নদীতটে নিশাচর, শুধু জেগে রয়।

ছলছল বেগে আজি বহিছে তটিনী,

দু’নয়নে অশ্রু ঝরে, বিনিদ্রা রজনী।

 

কান্না দিয়ে যায় কেনা ধরিত্রীর হাসি,

পতিহারা সতী কাঁদে শ্মশানেতে আসি।

শ্মশানেতে কাঁদে সবে আত্মীয় স্বজন,

জ্বলন্ত চিতায় লাশ, পোড়ায় যখন।

 

স্বপ্নে আছে সুখ আর শান্তি পাবে মনে,

মৃত লাশ কাঁধে লয়ে আসিলে শ্মশানে।

শ্মশানে ঝরায় অশ্রু, দেখি সর্বজনে,

স্মৃতি শুধু মনে রয়, হেরিয়া নয়নে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes