প্রিয়ার মাথার উকুন

প্রিয়ার মাথার উকুন ।।। শফিক তপন
উৎসর্গ: নিবেদিতা পূণ্যি
——————-
উকুনরে তোর কত বড় সাহস ঘুরিস প্রিয়ার চুলে,
এমন শিক্ষা দেব কখনো আসবিনা মনের ভুলে ।
ঘুরিস ফিরিস আন্ডা পারিস এতই হয়েছে সাহস,
দুই নখে টিপে বের করব যত তোরই গায়ের রস ।

আমার প্রিয়ার চুলেচুলে তুইযে কাটাস দিন রাত,
ডান্ডা মেরে ঠান্ডা করব তুইতো হবিই কুপোকাত ।
প্রিয়ার মাথার চুল সহ তুই চিড়নীতে পড়লি ধরা,
সত্যিই নির্ঘাত তোকে আমি দেখতে চাইরে মরা ।

তোকে মারার জন্য যদি কিনতে হয় কিনব বন্দুক,
তোকে বন্দী করতে বানাব আমি লোহার সিন্ধুক ।
মোর হাত থেকে বাঁচায় তোকে সাধ্য আছে কার,
আজকে তোকে জ্বালিয়ে পুড়িয়ে করব ছাড়খার ।

আমার প্রিয়ার চুলে ঘুরার মজা টের পাবি আজ,
তোকে উচিৎ শিক্ষা দেব এটাই হল আমার কাজ ।
আমার অনুমতি ছাড়াই তুইযে করছিস বসবাস,
তোকে সহ তোর আন্ডা বাচ্চার ফেলে দেব লাশ ।

তোরা কত জন সংখায় সত্যি করে আমারে বল,
জ্ঞাতি-গোষ্ঠি ও পরিজন সহ তোরা কত বড় দল?
ফটো দেখবে সারা পৃথিবী তুইযে কত বিশ্রী কালো,
আমার যা বিশ্বাস তোকে কেউই বলবেনা ভালো ।

তোদের এই কয়টাকে নখ দিয়ে চিপে করব ধ্বংস,
ডাক্তার খানার ঔষধে তোর বংশ করব নীরবংশ ।
করতে না পারলে মোর প্রিয়ার মাথার কেশ ছাড়া,
তত দিনই হয়ে থাকব যে আমি সত্যি নিদ্রা হারা ।
—–সোমবার, ২৮শে নভেম্বর ২০১৬ ।

0.00 avg. rating (0% score) - 0 votes