বাংলার মাটি বাংলার ভাষা
লক্ষ্মণ ভাণ্ডারী
বাংলার মাটি, বাংলার ভাষা,
বাঙালীর প্রাণে জাগায় আশা।
বাংলার পাখি, বাংলার গান,
ভরায় বাঙালীর মন ও প্রাণ।
বাংলার নদী, বাংলার মাঠ,
দিঘিতে আছে স্নানের ঘাট।
বাংলার কুঞ্জে গাহে পাখি,
কান পেতে শুনতে থাকি।
বাংলার গাছে ফুলের বাহার,
বাংলা আমার, মাটি আমার,
মাটিতে ফলে সোনার ফসল,
দিঘিতে ফোটে সোনার কমল।
এ বাংলা যে আমার মাতৃভাষা,
ধান কাটে মাঠে গাঁয়ের চাষা।
বটের ছায়াতলে রাখাল আসি,
বাজায় বসে তার বাঁশের বাঁশি।
আমার বাংলা, আমার মাতৃভূমি,
সারা বাংলা জুড়ে খেতের জমি।
বাংলার গৌরব, বাঙালীর আশা,
মাটির গন্ধে মেটে ক্ষুধা ও তৃষা।
বাংলার মাটি, সুখের স্বর্গ আমার,
বাংলা আমার, আমি যে বাংলার।
বাংলা আমার মা, মাটি আমার মা,
বিশ্বজুড়ে মাটিমা’র নাই যে তুলনা।