ঘুড়িটির সাথে সাথে
বিকেলটি উড়ে উড়ে যায়।
পুরনো এ ঢাকার বিকেল-
কানে কানে শিস দিয়ে বলে,
ঘাসফড়িং-এর মতো
সবুজাভ নরম আলোয়
ঘরে বসে থাকা বড় পাপ!
আমি হাসি,
বিকেলের রোদ চোখে মাখি;
সোনালী সোনালী আলো-
দ্রুত এসে, ভালোবেসে
বড় বেশি দ্রুত চলে যায়!
ঘুড়িটির সাথে সাথে
বিকেলটি উড়ে উড়ে যায়।
পুরনো এ ঢাকার বিকেল-
কানে কানে শিস দিয়ে বলে,
ঘাসফড়িং-এর মতো
সবুজাভ নরম আলোয়
ঘরে বসে থাকা বড় পাপ!
আমি হাসি,
বিকেলের রোদ চোখে মাখি;
সোনালী সোনালী আলো-
দ্রুত এসে, ভালোবেসে
বড় বেশি দ্রুত চলে যায়!
বাহ, চমৎকার কবি!