গগনে উঠেছে রবি
লক্ষ্মণ ভাণ্ডারী
গগনে উঠেছে রবি অরুণ আভায়,
বিহগের কলতান তরুর শাখায়।
কুঞ্জে ফুটেছে কুসুম আসে অলি ধেয়ে,
আঙিনায় মুড়ি খায়, ছোট এক মেয়ে।
পায়রার ঝাঁক বসে উঠোনের ঘাসে,
জল নিয়ে গৃহবধূ ঘরে ফিরে আসে।
গাঁয়ের পথের বাঁকে, গরু মোষ চরে,
ঘাটে আজি নাই মাঝি, চলে গেছে ঘরে।
চিল ওড়ে আকাশেতে, ভাসে শঙ্খচিল,
শান বাঁধা দিঘি ঘাটে, কেহ মারে ঢিল।
দিঘিতে স্নানের ঘাটে ছেলেরা পাড়ার
করিছে স্নান, কেহবা কাটিছে সাঁতার।
অবশেষে বেলা পড়ে, সূর্য অস্ত যায়,
দিবসের অবসানে আলোক লুকায়।