আমার গাঁয়ে রোজ প্রভাতবেলায়
লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ে রোজ প্রভাতবেলায়,
বিহগেরা সব ডাকে তরুর শাখায়।
মাঠে যায় সকালে চাষীরা সবাই,
গোরুর গাড়ি চলে মেঠো রাস্তায়।
কাজলাদিঘির ঘোলা কালো জলে,
পানকৌড়ি দেয় ডুব সকাল হলে।
রাজহাঁসগুলো জলে সাঁতার কাটে,
জল নিতে আসে বধূ দিঘির-ঘাটে।
লাল সূর্যি ওঠে রোজ পাহাড় ঘেঁষে,
শঙ্খচিলেরা ওড়ে ধানমাঠের শেষে।
অজয়নদীর ঘাটে সরু বালির চরে,
ধবল বলাকা বসে ছোট মাছ ধরে।
কিরণ ছড়ায় রবি সারা দিন ধরে,
অস্ত যায় দিবস সাঙ্গ হলে পরে।