আমার গাঁয়ে প্রভাত কালে
লক্ষ্মণ ভাণ্ডারী
আমার গাঁয়ে প্রভাত কালে,
রোজ প্রভাত পাখিরা গাহে।
পূব গগনে ওঠে সোনার রবি,
অবিরত শীতল সমীর বহে।
পাঠশালে পড়ে ছোট শিশুরা,
কাঁচা রাস্তায় গোরুগাড়ি চলে।
গাঁয়ের জেলে মাছ ধরে রোজ
জাল ফেলে পদ্মদিঘির জলে।
তরুর শাখে শালিকেরা নাচে
ঘুঘুপাখি বসে ধানের খেতে,
গাঁয়ের শেষে ডাঙাল পাড়ায়
মাঝিরা আনন্দে ওঠে মেতে।
বেলা বাড়ে, গাঁয়ের চাষীরা,
মাঠে মাঠে কাটে সোনা ধান,
আখ আর নলেন গুড়ের গন্ধে
ভরে ওঠে সবাকার মন প্রাণ।
বেলা যায় সন্ধ্যা আসে যবে
পাখিরা ফিরে আপন বাসায়,
আকাশে ওঠে পূর্ণিমার চাঁদ
নদী আপন মনে বয়ে যায়।