গাঁয়ের মাঝে জোড়া বটতলা
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাঝে জোড়া বটতলা,
শিশুদল করে সকালে খেলা।
গাঁয়ে রাঙা পথে ধূলোর পরে,
কুকুর গুলো সব খেলা করে।
ষাঁড় ছুটছে দুটো শিং উঁচিয়ে,
গাঁয়ের বধুরা যায় জল নিয়ে।
গরুর বাথানেতে দাঁড়িয়ে গরু,
সেথা থেকে গেছে পথ সরু।
তাঁতিপাড়ায় জোরে তাঁত চলে,
কেউবা গম ভাঙে যাঁতা কলে।
সর্ষে তেল মাখে পুকুর ঘাটে,
ছেলেরা জলে সাঁতার কাটে।
বিকেল হলে পড়ে আসে বেলা,
পাড়ার মাঠে চলে ফুটবল খেলা.
সূর্যি ডোবে নেমে আসে আঁধার,
জোনাকিরা সব জ্বলে চারিধার।