অকাল বৃষ্িট

চলন্ত রাস্তায় হঠা বৃষ্িট
আশ্রয় দাতা েছাট কুঁেড়
হঠা েদিখ তুিম ,
েভজা চুেল আশ্রয় িনেল আমার সােথ
অেচনা তুিম , একটু তািকেয় মুখ িফিরেয় িনেল
বৃষ্িট েশেষ , েদখা েপলাম না েতামার
অেচনা েতামােক খুঁেজ েবড়ায় সাড়া শহের
েদখা িমলল না েতামার ।
িনরাশ আিম , অন্যমেন বেস বািড়েত
হঠা েতামার আগমন
জানলাম তুিম বাবার বন্ধুর েমেয়
একসঙ্েগ কাটল অেনকটা সময় ,
ৈতির হল একগুচ্ছ স্মৃিত
যারা েতামােক ভালবাসেত আমােক সাহায্য করল
চেল েগেল একিদন
িদেয় েগেল িচিঠ
েদৗিড়েয় েযেত েযেত শুরু হল বৃষ্িট
িভেজ েগল িচিঠ ,
হােত তুলেত িগেয় িছঁেড় েগল ।
বৃষ্িটেত প্রথম েদখা বৃষ্িটেতই হল েশষ
যিদ আবার েদখা হয়
জানেত চাইব
িক িছল েতামার মেন
যা তুিম িলেখিছেল েছাট্ট কাগজিটেত ।

0.00 avg. rating (0% score) - 0 votes