নীল আকাশের তারা

­­­­­নীল আকাশের তারা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

নীল আকাশের তারা,

সারা রাত জেগে জেগে হয় তারা দিশেহারা।

 

আকাশে ওঠে চাঁদ, ফুটফুটে জোছনায়,

বনে বনে ফুল কলিরা সকলেই ঘুমায়।

শ্মশান ঘাটে জ্বালায় চিতা কারা.. .. ..?

 

নীল আকাশের তারা,

সারা রাত জেগে জেগে হয় তারা দিশেহারা।

 

পেঁচা ডাকে, বাদুড় ওড়ে গাঁয়ের আশেপাশে,

আকাশ জুড়ে আলোর খেলা চাঁদ শুধু হাসে।

পূবের আকাশে ফুটে ওঠে ধ্রুবতারা.. .. ..

 

নীল আকাশের তারা,

সারা রাত জেগে জেগে হয় তারা দিশেহারা।

 

গহন রাতে আকাশ কাঁদে শেষে চাঁদ ডুবে যায়,

না জানি তারাগুলো তবুও কেন মিটি মিটি চায়।

আপন মনে বয়ে চলে অজয় নদীর ধারা.. .. ..

 

নীল আকাশের তারা,

সারা রাত জেগে জেগে হয় তারা দিশেহারা।

 

 

 

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “নীল আকাশের তারা

Comments are closed.