সবাই পাবে প্রাপ্য টাকা
লক্ষ্মণ ভাণ্ডারী
কিসের নেশায় মানুষেরা লাইন লাগায় ব্যাঙ্কে এসে,
মানুষ পাগল টাকার তরে, পায় না টাকা অবশেষে।
এটিএমে নাইকো টাকা তাই ফিরে আসে লাইন দিয়ে,
ব্যাঙ্কেও হল কাউন্টার বন্ধ,কত লোকের টাকা নিয়ে।
সকাল গিয়ে বিকেল হলেও, থাকে মুখটি বুজে সয়ে,
বন্ধ হল দেওয়া নেওয়া, আসে ফিরে নিরাশ হয়ে ।
নিজের টাকা আনতে গেলেও খেতে হয় কত ধাক্কা,
পাঁচশো হাজার অচল টাকা, তাই পকেট হল ফক্কা।
ধন্য ধন্য প্রধানমন্ত্রী দিকে দিকে তার জয়-জয়কার,
দোকান-বাজার সব বন্ধ, দিকে দিকে তাই হাহাকার।
বাড়লো দেশে সোনার দাম, রাতারাতি অচল টাকা,
পুরানো টাকা চলবে নাকো মানুষের পকেট ফাঁকা।
লক্ষ লক্ষ মানুষ ছোটে, কিসের নেশায় কেমন করে,
সবাই পাবে প্রাপ্য টাকা, থাকো কিছু দিন ধৈর্য ধরে।