মানুষ, সোনার মানুষ
কোথায় সোনার মানুষ?
কোথা্য়?
আমি তো কিছু কু শিক্ষিত, কিছু অশিক্ষিত
মনুষত্বহীন, কুকুরের চেয়েও অধম
কাদায় গড়াগড়ী খাওয়া কিছু
শুয়র ছানা ছাড়া
এ মুল্লুকে আর কিছুই দেখি না।
আমি তো এখন আমার মা’য়ের দিকে
তাকাতে পারি না;
তোমাকে আর মা ডাকতে পারি না;
আমার মেয়েটাকে মানুষের কথা
সোনার মানুষের কথা বলতে পারি না এখন!
কি লজ্জা! কি লজ্জা আমার!
মা, আমাকে কেন জন্ম দিলে?
তোমার উচিৎ ছিল
দানব জন্ম দেয়ার আগেই
মানুষকে নিয়ে ভাবা!
মা, আমাকে কেন জন্ম দিলে তুমি?
কি লজ্জা! কি লজ্জা আমার!
জন্ম যদি দিলেই – তবে
কেন তুমি ঠিক করে দিলে না
কোথায়, কোন ধর্মে
আমি জন্ম নেব, এই সোনার বাাংলায়;
কি ধর্ম নেব – এই বংগে, বা সেই বংগে!
অথবা কি করে শুয়র পালের সাথে মিশে যাব!
আমি নিজে তো কোন ধর্ম গ্রহন করিনি মা!?
তবে কেন নিতে হবে এই আমাকেই
শুয়র কৃর্তির সব দ্বায় দ্বায়িত্ব?
এখন কেন তোমার সন্তানেরা
আমার যোনি কেটে বড় করে
মাস্তি করে এপাড়, ওপাড়!
শুয়র ছানারা বেমালুম ভুলে যায় সব;
ভুলে যায়, আমিও মানুষ ছিলাম, জন্মেছিলাম
তোমারই গর্ভে!
মাগো, কেন জন্মের পর
ননপুংসক করে দিলে না আমায়
অনেক থেকেছ চুপ করে
এবার চেয়ে দেখ মা
কথা বল!
সে কোন মুল্লুক মা?
যেখানে তোমার গর্ভে আসে
জন্ম নেয়, মানুষ আর মানুষ;
যেখানে মানুষ পাব শুধু
মানুষ আর মানুষ
যে খানে শুধু সোনার মানুষ পাব মা!
ক্যানবেরা
৩১ অক্টোবর ২০১৬