বাংলার মাটি আমার জননী

বাংলার মাটি আমার জননী

লক্ষ্মণ ভাণ্ডারী

 

বাংলার ভালবাসা, বাঙালীর প্রাণ,

বাংলার নদী মাঠ, বাংলার গান।

বাংলা আমার মা, আমরা বাঙালী,

বাংলা ভাষাতে আমরা কথা বলি।

 

বাংলার আকাশে, শঙ্খচিল ভাসে,

বাংলার নদীজলে, জোয়ার আসে।

বাংলার দিঘিতে, মাছ ধরে জেলে,

বাংলার ইস্কুলে, পড়ে কত ছেলে।

 

বাংলার মানুষ, আমার আপনজন,

বাংলার ধানখেত, ভুলায় নয়নমন।

বাংলার পাখিরা, গাছে গাছে ডাকে,

বাংলার পশুরা, অরণ্যে সুখে থাকে।

 

বাংলার মাটি আমার জননী বঙ্গভূমি,

বাংলা আমার মা, সেই মায়েরে প্রণমি।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “বাংলার মাটি আমার জননী

Comments are closed.