ভাইফোঁটা

ভাইফোঁটা

লক্ষ্মণ ভাণ্ডারী

 

ভাইফোঁটা আজি তাই মহা ধূম-ধাম,

আনন্দেতে ভরে ওঠে সবাকার প্রাণ।

ভায়ের কপালে যদি বোন ফোঁটা দেয়,

কার সাধ্য তার ভায়ে যম কেড়ে নেয়।

 

ভাইফোঁটা উত্সব প্রতি ঘরে ঘরে,

নানাবিধ উপহারে, ঘর যায় ভরে।

সুগন্ধি চন্দন আর পুষ্পরাজি মালা,

ফল-মূল মিষ্ট দ্রব্যে পরিপূর্ণ থালা।

 

ঘরে ঘরে ধূম-ধাম নানা উপহার,

পুড়ে ধূপ জ্বলে দীপ, ভবন মাঝার।

ভায়ের কপালে ফোঁটা করয়ে প্রদান,

ফল-মূল, সুমিষ্টান্ন আর গুঁয়া পান।

 

বর্ষে বর্ষে ভাইফোঁটা, বিধিমতে হয়,

আয়ূ-বৃদ্ধি সুখ-লাভ, জানিহ নিশ্চয়।

0.00 avg. rating (0% score) - 0 votes