দেবী মহামায়া কালী
লক্ষ্মণ ভাণ্ডারী
দেবী মহামায়া কালী ভীমা ভয়ঙ্করী,
চামুণ্ডা ভৈরবী শিবা, পার্বতী শঙ্করী।
কৃষ্ণ পক্ষ অমাবস্যা মহা ধূম ধাম,
ভক্তিভরে সকলেতে করয়ে প্রণাম।
পুরোহিত করিছেন স্তব–মন্ত্র পাঠ,
যজ্ঞবেদী সম্মুখেতে শুষ্ক শালকাঠ।
হোম যজ্ঞ সমাপন বিধি মতে হয়,
ভক্তিভরে বল সবে মা কালীর জয়।
শক্তি আরাধনা হয় ঘোর রজনীতে,
ছাগবলি দিতে হয় দেবীরে পূজিতে।
পশুরক্তে দেবীপূজা শাস্ত্রের বিধান,
যূপ-কাষ্ঠে করা হয় ছাগ বলিদান।
সবশেষে পুষ্পাঞ্জলি ভোগ বিতরণ,
ভক্তি ভরে “জয় তারা” বল সর্বজন।