মায়া

সর্বগ্রাসী আগুনের লেলিহান শিখায়
আকৃষ্ট যে পতঙ্গেরা মরণের দিশায়,
অন্ধ জনের ন্যায় বাড়ায় দু’টি হাত
ব্যর্থতার মায়াজালে হয়ে কুপোকাত।
________

0.00 avg. rating (0% score) - 0 votes