পরিশোধ

এলে পরে যেতে হবে
পূর্ণ মূল্যে যতই হোক কেনা,
নিজকর্মে নিহিত সত্যের পরিচয়ে
শোধ করি তার সর্বশেষ দেনা।
———

0.00 avg. rating (0% score) - 0 votes