তুমি যদি কাঁদো

dsc_0065

তুমি যদি কাঁদো
সব সত্য ধ্বংস হবে
তুমি যদি কাঁদো
এই চক্ষু নষ্ট হবে
তুমি যদি কাঁদো
আমি সংসার বিরাগী হবো
তুমি যদি কাঁদো
বন্ধ ঘরে অক্সিজেনহীন মরে যাবো
তুমি যদি কাঁদো
আমি বিদায় নিবো সুখের থেকে
তুমি যদি কাঁদো
আমি পেট্টোল বোমার দগ্ধ হবো
তুমি যদি কাঁদো
শান্ত বাতাস দূষিত হবে
তুমি যদি কাঁদো
গহীন হৃদয় ভালোবাসাহীন হবে
তুমি যদি কাঁদো
আমি নষ্ট হবো ভাল ছেলেদের ভিড়ে
তুমি যদি কাঁদো
আমি বন্দি হবো
অচিন খাচাতে
তুমি যদি কাঁদো
আমি বেঈমান হবো
তোমার প্রেমে
তুমি যদি কাঁদো
আমার মরণ হবে
আমার মরণ হবে
এবং আমার মরণ হবে
তোমার চোখের জলে।

0.00 avg. rating (0% score) - 0 votes