বাংলার রূপ

  1. dsc_0069


সবুজ ঘাসের বুকে রাখালের পায়ে বাজে স্বর্গের সুখ
প্রজাপতি মেলে ডানা বাঘ মামা দেয় হানা
সবুজ ফলে মূলে বাংলা ভরে ওঠে ঘাঁই হরিণীর চোখে
ছলনার খেলা দেখে বানরের স্বাদ ওঠে নাচন দিতে মানুষের বুকে
আম গাছ জাম গাছ ভালোবাসা মিশে যাক মায়ের বুকে
উপচেপড়া যৌবন যমুনার আগমন শিশুরা সাঁতার দিতে 
মায়ের বুকের দুধ ভালোবাসা হয় যোগ ওষুধ রূপে
কামার-কুমার ভাই সৃষ্টির পথে সাপুড়ের বাঁশি কেন ভয় লাগে মিছে
নারীর মায়ায় কেন এত স্বাদ ওঠে ছুটে যায় পৃথিবীর দিকে
বাংলা ভাষায় আছে কত সুর ঘুমপাড়ানি এত সুমধুর
কৃষকের বুকে বাংলা পা দিয়ে ওঠে বিশ্বের বুকে অবিরত
বাংলার রূপ শহীদের রক্তে সুসজ্জিত
বাংলার বুকে লাল-সবুজের পতাকা ধরে অবুঝ শিশু 
পূর্ণতা পায় জাতীয় সংগীতে সবটুকু।

0.00 avg. rating (0% score) - 0 votes