ভালোবাসার ঘর

img_3703ভালোবাসার ঘর

—————
ভালোবাসার
ঘর খানিতো সব চেয়ে বড় হয়,
সব কিছুরই
ক্ষয় আছেতো ভালোবাসার নয় ।

ভালোবাসার
সুগন্ধে ঘরটি থাকে সদা ভরপুর,
দেহ মনের
মিলন ঘটে বাঁজিয়ে প্রেমের সুর ।

ভালোবাসার
বাতায়নে তোমারই মুখটি ভাসে,
তখন আমি
পাগল হই এক স্বপ্ন অভিলাষে ।

ভালোবাসার
রঙীন চাদর জড়িয়ে সারা গায়,
এই মনটি
হয়যে উতাল তোমার অপেক্ষায় ।

ভালোবাসার
দরজা খুলে তুমি আসলে ঘরে,
তোমার স্পর্শ
পেলে পরে দেহ-মন উঠে ভরে ।

ভালোবাসার
যত জোর ততই শক্ত হয়যে ঘর,
ভালোবাসার
জোরেই কেউ আপন কেউ পর ।

ভালোবাসার
ঘর বানিয়েছি এই বুকের ভিতর,
তোমায় নিয়ে
সেথায় স্বপ্ন রচি সারা জীবনভর ।

——————————
– — অধ্যাপক শফিক তপন
১৫ই অক্টোবর ২০১৬

0.00 avg. rating (0% score) - 0 votes