বুক পেতে আছি

dsc_0054


দুর্বার প্রেমে যদি আসো কোনোদিন নির্জনে
খোদার কসম যা আছে ভালোবাসা সব দিব বাম হাতে
ভেব না বিয়োগ বাস্তবে যোগ তুমি আর আমি এর ফলে
কাঁদাতে যদি চাও আমাকে নিভৃতে এসো সন্ত্রাস হয়ে
সব সমর্পণ তোর তরে মন দেহ আর অগণিত ঘৃণা প্রাণভরে
অগণিত ভয় সব হবে ক্ষয় হাত পেতে দাও এই হাতে 
ভীরু ভীরু চোখ দারুণ লাজুক আয় না শেমা মাঝরাতে
শিশিরের ফোটা ভালোবেসে এসে লুটিয়ে পড়ে শরীর বেয়ে ঘাসে আর তোর হাতে
আমার মনে খুব আলোড়ন তোমায় দেখব বলে
এই নিসর্গের নির্জনে বুক পেতে আছি কখন পড়বে এতে।

0.00 avg. rating (0% score) - 0 votes