আমি কবি নই
তবু কবিতার ভাষায় বলতে চাইঃ
তোমার চোখে ডুবে যায় যেন
এটম বোম আর হিরোশিমা নাগাসাকির ক্ষত।
আমি কবি নই
তবু কবিতার ভাষায় বলতে চাইঃ
তোমার চুলের বিদিশার নিশায় হারায় যেন
এ জগতের কালো অন্ধকার যত।
আমি কবি নই
তবু কবিতার ভাষায় বলতে চাইঃ
তোমার দেহের সবুজ উপত্যকায়
তামসিক সন্ত্রাসীরা যেন
করজোড়ে নতজানু দাঁড়িয়ে যায়
নিঃশর্ত ক্ষমা প্রার্থনায়।
আমি কবি নই
তবু কবিতার ভাষায় বলতে চাইঃ
তোমার পদপদ্ম তলে গুলশান ট্র্যাজেডি
মিশে যেন যায় শতাব্দীর নীরবতায়।