মাটির ঘরে শান্তির ঠিকানা
লক্ষ্মণ ভাণ্ডারী
মাটির ঘরে শান্তির ঠিকানা বাঁধে প্রীতির বাসা,
মাটির ঘর স্বর্গের সমান মনে জাগে নব আশা।
মাটির ঘরে স্বর্গসুখ এমন সুখ কোথা গেলে পাই?
প্রীতিপ্রেমের পূণ্যবাঁধনে মিলেমিশে থাকি সবাই।
মাটির ঘরে শান্তির ঠিকানা কাক বসে খড়ো চালে,
দোয়েল ফিঙে নেচে বেড়ায় গাছের ডালে ডালে।
সুশীতল বাতাস বয় বিহগেরা সব করে কলতান,
রাখালিয়া সুরে বাজে বাঁশি ভরে ওঠে মনও প্রাণ।
মাটির ঘরে শান্তির ঠিকানা উঠোন ভরা সবুজ ঘাস,
ঘরে আছে মাটির ভালবাসা সুখে থাকি বারোমাস।
মাটির ঘরে মাটির প্রদীপ জ্বলে ওঠে প্রতি সন্ধ্যায়,
মন্দিরে বাজে পূজোর ঘন্টা ঢাকীরা ঢাক বাজায়।
মাটির ঘরে শান্তির ঠিকানা চাঁদের আলোক ঝরে,
মাটির পরশে সুখের ছোঁয়া হেথা চিত্ত ওঠে ভরে।